অনলাইনে ইনকাম করার ৭ টি উপায় :
1.ফ্রিল্যান্সিং:
ফ্রিল্যান্সিং শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা। অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির আদেশ অনুযায়ী কারো কাজ না করাকেই ফ্রিল্যান্সিং বলে। মূলত যারা এ ধরনের কাজ করে থাকে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়। ফ্রিল্যান্সিং হলো কোন প্রতিষ্ঠানে পার্মানেন্ট চুক্তিবদ্ধ না হয়ে বরং প্রজেক্ট বেসিসে কাজ করা।আপওয়ার্ক, ফ্রিল্যান্সার বা ফাইভারের মতো ফ্রিল্যান্স প্ল্যাটফর্মগুলিতে আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে আপনার সার্ভিস প্রদান করুন যেমন- লেখালেখি, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি সেবা প্রদান করতে পারেন।
2.অনলাইন মার্কেটপ্লেস:
সেলস হচ্ছে দুনিয়ার সবচেয়ে বেশি ইনকাম করার স্কিল যে ব্যক্তি সেলস এর উপর মাস্টারি করতে পারবে সে যত চাইবে তত ইনকাম করতে পারবে। আর বিভিন্ন প্রডাক্ট সোর্সিং করে বা Amazon, eBay, Etsy, বা Shopify, DARAZ এর মতো অনলাইন মার্কেটপ্লেসে পণ্য বিক্রি করুন।
3.কন্টেন্ট তৈরি:
কন্টেন্ট তৈরি করে YouTube, Facebook , Instagram ,Linkedin,এই সব সাইট থেকে ইনকাম করতে পারেন তাই দেরি না করে আজই শুরু করুন কন্টেন্ট রাইটিং এর কাজ এছাড়াও নিজের একটা ব্লগিং ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে পারেন ঘরে বসে।
4.এফিলিয়েট মার্কেটিং:
আপনার ওয়েবসাইট, ব্লগ, বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অন্যের পণ্য বা সেবা প্রমোট করে এবং যা বিক্রয় করবেন তার জন্য আপনার রেফারেল লিঙ্কের মাধ্যমে কমিশন উপার্জন করতে পারেন। বিক্রয় হচ্ছে বেস্ট প্রফেশন যা আপনাকে ফিনান্সিয়াল ফ্রিডম করে দিতে পারে।
5.অনলাইন প্রশিক্ষণ :
আপনার যদি কোনো স্কিল থাকে বা আপনি যে সাবজেক্টে ভালো যেমন-ইংরেজি,ম্যাথ,ফিজিক্স,কম্পিউটার বা যেকোনো একটা সাবজেক্টের উপর আপনার যদি ভালো নলেজ থাকে তাহলে আপনি অনলাইনে কোর্স চালু করতে পারেন আর অনলাইনে প্রশিক্ষন দিয়ে আপনি ইনকাম করতে পারেন।
6.রিমোট ওয়ার্ক :
রিমোট ওয়ার্ক মানে হলো দূরবর্তী কাজ। এক জায়গায় বসে অন্য জায়গার কাজ নিয়ন্তন করা আর এর জন্য দরকার কম্পিউটার এ দক্ষ হওয়া এবং নিজের একটা কম্পিউটার থাকা।
7.ইন্সুরেন্স :
প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তার জন্য একটা ইন্সুরেন্স পলিসি বা জীবন বীমা থাকা দরকার। আর নিজের জীবন বীমার পাশাপাশি অন্যকে উৎসাহিত করে বা অন্যের কাছে বীমা বিক্রি করে আপনার ক্যারিয়ার গঠন করতে পারেন।
পরিশেষে একটা কথাই বলব যে ,আমরা সেলস ম্যান কে নিচু চোখে দেখি কিন্তু সেলস হচ্ছে বেস্ট প্রফেশন যাকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত এবং সম্মান করা উচিত। মনে রাখা গুরুত্বপূর্ণ যে, যেহেতু অনলাইনে টাকা আয় করার বিভিন্ন সুযোগ রয়েছে, তবে সফলতা অর্জন করতে প্রয়োজন হয় নিজের ইচ্ছা ,শুরু করে দেয়া ,নিজের প্রতি আত্ববিশ্বাস ,নিজের পরিশ্রম, লেগে থাকা এবং কমিউনিকেশন বাড়ানোর মাধ্যমে।