ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবেন ?


ইউটিউব থেকে কিভাবে আয় করা যায় তার ১৩ টি  ধাপ

1.প্রথম ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে 

2.আপনার পছন্দের একটা niche সিলেক্ট করুন 

3.ভালো মানের কন্টেন্ট তৈরি করুন 

4.ধারাবাহিকতা বজায় রাখুন, প্রতিনিয়ত আপনার কন্টেন্ট গুলো আপনার চ্যানেলে আপলোড করুন ধারাবাহিকতা বজায় রেখে 

5.আপনার NIsche এর  উপর অডিয়েন্স তৈরি করুন 

6.ইউটিউব এর মনিটাইজেশন রিকোয়ারমেন্ট ফুলফিল করুন 

7.ইউটিউব এর মনিটাইজেশন রিকোয়ারমেন্ট ফুলফিল করার পর আপনার চ্যানেল এর মনিটাইজেশন চালু করুন। 

8.এড এর যে ফরম্যাট আছে সেটা সেট করুন 

9.ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ থেকে ইনকাম করুন তার জন্য আপনার কন্টেন্ট গুলো ভালো মানের তরী করুন 

10.ইউটিউব চ্যানেল মেম্বারশিপ এবং সুপার চ্যাট এর মাধ্যমে ইনকাম করতে পারবেন 

11.এফিলিয়েট মার্কেটিং করে ইউটিউব থেকে ইনকাম করতে পারেন 

12. ভিডিও স্পন্সরশিপ নিয়ে ইনকাম করতে পারেন 

13.বিভিন্ন কোর্স সেলস করে এবং আপনার নিজের প্রোডাক্ট এর ব্র্যান্ড ভ্যালু তৈরী করে ইনকাম করতে পারেন 

মনে রাখতে হবে, ইউটিউব থেকে প্যাসিভ ইনকাম করা সম্ভব তার জন্য দরকার আপনার সময় , প্রচেষ্টা এবং dedication .মনে রাখতে হবে আপনার কন্টেন্ট যেনো আপনার ওডিয়েন্স এর উপকারে আসে এবং ভ্যালু এড করে তবেই সফলতা অর্জন এবং ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *